বিএসএমএমইউতে নার্সিংয়ে ভর্তি, আবেদনকারীকে অবিবাহিত হতে হবে
বিএসএমএমইউতে নার্সিংয়ে ভর্তি, আবেদনকারীকে অবিবাহিত হতে হবে
২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪ (চার) বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদ। আবেদন করা যাবে ৯ মে পর্যন্ত।
আবেদনের যোগ্যাতা
এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ ও ২০২০ সালে ও এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
*এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষাগুলোর জিপিএর যোগফল ন্যূনতম ৭ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩–এর কম হলে চলবে না। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ–৩ থাকতে হবে।
*প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। কোর্স চলাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। কোর্সের যেকোনো পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে।
বয়সসীমা
চলতি বছরের ৯ এপ্রিলে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ২২ বছর হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীদের (https://bsmmu.edu.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
পরীক্ষা কবে
আগামী ২৬ মে সকাল ১০টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষার ফলাফল ২৬ মে ২০২৩, বিকেল ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bsmmu.edu.bd) প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষা ৩১ মে সকাল ৯টায় গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ, একাডেমিক ভবন, বিএসএমএমইউ, পরিবাগ, ঢাকায় হবে।