দুই দফা দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
দুই দফা দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে উপজেলায় দুই দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা।
দাবি দুটি হচ্ছে, পূর্বঘোষিত ৭০ শতাংশ সিলেবাস কমিয়ে ৪০ শতাংশ ঘোষণা দিয়ে পরীক্ষা নেওয়া এবং শুধু বিভাগভিত্তিক বিষয়ে পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী সময় নির্ধারণ করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী সিয়াম সরকার বলে, ‘মহামারি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের ক্লাস হয়নি। ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ২০২২ সালের এসএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। কিন্তু আমাদের ২০২২ সালের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে নেওয়ার কথা বলা হচ্ছে। এতে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। তাই আমরা রাজপথে নেমেছি।’
এর আগে তারা স্থানীয় রেলওয়ে মাঠে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।